রাণীনগরে মাদক সেবীর ৪ মাস কারাদণ্ড
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৮:৩৬
রাণীনগরে মাদক সেবীর ৪ মাস কারাদণ্ড
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সবুজ হোসেন (৪০) নামে এক মাদকসেবীকে ৪ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।


১১ অক্টোবর, শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।


সবুজ উপজেলার চক-কুজাইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।


আদালতের বিচারক মো: রাকিবুল হাসান বলেন, উপজেলার চক-কুজাইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাদকাশক্ত সবুজ হোসেন মাদক সেবন করে বাড়ীর বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের নির্যাতনতসহ লোকজনকে উত্যক্ত করত। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে থানাপুলিশের সহায়তায় সবুজ হোসেনের বাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে মাদক সেবনরত অবস্থায় হাতে নাতে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে চার মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে আরো একশত টাকা জরিমানা করা হয়েছে।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,দন্ডপ্রাপ্ত সবুজ হোসেনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/সাহাজুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com