
নাটোরের গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তার ওপরে ভ্রাম্যমান দোকান-ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে পৌর প্রশাসন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ।
জানাগেছে,উত্তরাঞ্চলের পুরাতন ও বড় বাজার গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় এ রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানের কারনে যানজট ও পথচারীদের দুর্ভোগ ছিলো নিত্যদিনের। বিষয়টি পৌর প্রশাসনের নজরে এলে তিনি ওই স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে চাঁচকৈড় বাজারের রসুন হাট,নতুন ব্রীজ, ধান হাট,চৈতালী হাট,প্রধান সড়ক হয়ে আমজাদ শেখ স্মৃতি গেট পর্যন্ত ৩০টি দোকান উচ্ছেদ করে রাস্তা দখলমুক্ত করা হয়।
অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা হাসান আলী,বাজার পরিদর্শক কামাল পারভেজ,বাজার পরিদর্শক প্রধান সহকারী আবু তাহের,কার্যসহকারী আব্দুল খালেক,শফিকুল ইসলাম,সোহেল রানা,সজিবুল ইসলাম,সিরাজুল ইসলাম,আনিছুর রহমান,আনসার- পুলিশ সদস্য ও পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।
বাজারে আসা পথচারী হেদায়েত হোসেন জানান,অপসারন হওয়া দোকানীরা যেন অল্প সময়ে যথাস্থানে ফিরে আসতে না পারে যার ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম শুকচাঁন বলেন,তিনি ব্রীজের পাশে ছোট দোকানে বিস্কুট,চানাচুর,পান-সিগারেট বিক্রি করেন। তার আয়ের একমাত্র দোকানটিও সরিয়ে নিতে বলা হয়েছে। উচ্ছেদ হলে সংসার চলবে কিভাবে? অন্যত্র পুন:বাসনের দাবী করেন তিনি।
চাঁচকৈড় বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইসতিয়াক শান্ত রকি অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমান দোকানগুলো উচ্ছেদ হলেও তারা যেন আবার যথাস্থানে ফিরে আসতে না পারে সেজন্য প্রশাসনকে মনিটরিং অব্যাহত রাখতে হবে। মানবিকতার স্বার্থে কর্মহারানো ক্ষুদ্র ব্যবসায়ীদের পুর্নবাসনেরও দাবী জানান এ ব্যবসায়ী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন,যানজটমুক্ত ও পথচারীদের চলাচল নির্বিঘœ করতে ফুটপাত ও রাস্তা থেকে অবৈধ স্থাপনা সরাতে প্রচারনা চালানো হয়েছিলো। রাস্তা দখল করে খাবার হোটেল চালানোর দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ দখলকারীদের সতর্ক ও ৩ দিনের সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে নিজ উদ্যোগে না সরলে প্রশাসন অভিযানের মাধ্যমে অপসারন করবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।# ০৯-১০-২৫
বিবার্তা/জনি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]