রাজশাহীতে
শীতকালীন সবজি চাষে প্রণোদনা পেল ১১৭০ জন কৃষক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২০:০৯
শীতকালীন সবজি চাষে প্রণোদনা পেল ১১৭০ জন কৃষক
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পবা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার (৬ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।


তিনি বলেন, ‘কৃষিই বাংলাদেশের প্রাণ। সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। আগাম সবজি চাষ এখন অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি। এতে একদিকে যেমন কৃষকের আর্থিক উন্নতি ঘটছে, অন্যদিকে স্থানীয় বাজারেও সবজির সরবরাহ বাড়ছে। এই প্রণোদনা আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় বাড়াতে সহায়তা করবে।’


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান। তিনি বলেন, ‘চলতি অর্থবছরে রাজশাহী জেলায় মোট ৬ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পবা উপজেলার ১১৭০ জন কৃষককে বিনামূল্যে আগাম সবজির বীজ ও সার প্রদান করা হয়েছে।’


তিনি আরও বলেন, শসা ৪০০ জন, মিষ্টি কুমড়া ২২০ জন, বেগুন ১৭০ জন, লাউ ১৩০ জন, বসতবাড়িতে শাকসবজি ২৫০ জন কৃষককে দেওয়া হবে। আগাম শীতকালীন সবজি চাষ কৃষকদের জন্য এখন আশীর্বাদ হয়ে উঠেছে। মৌসুমের আগে ফসল তুলতে পারলে কৃষকেরা ভালো দাম পান।’


প্রণোদনা হাতে পেয়ে পবা উপজেলার কুমড়া পুকুর এলাকার কৃষক হাবিবুর রহমান বলেন, ‘প্রতিবার আমাদের বীজ আর সার কিনতেই অনেক টাকা খরচ হয়ে যায়। এবার সরকার থেকে বিনামূল্যে সহায়তা পাওয়ায় সেই খরচটা বেঁচে গেল। আগাম লাউ চাষের প্রস্তুতি নিচ্ছি। যদি সময়মতো বাজারে তুলতে পারি, তাহলে ভালো দাম পাব।’


নওহাটা পৌরসভার মাঝিগ্ৰাম এলাকার কৃষক ইনতাজ আলী বলেন, ‘আগে সবজি চাষে লোকসান হতো, কারণ সার আর বীজের দাম অনেক বেড়ে গেছে। এবার এই প্রণোদনা পেয়ে আমরা নতুন করে আশাবাদী হয়েছি। আগাম শসা লাগানোর কাজ শুরু করেছি। সময় মতো ফসল তুলতে পারলে পরিবারে স্বচ্ছলতা আসবে।’


প্রণোদনা হাতে পেয়ে কৃষকরা জানান, সরকারি এ সহায়তা পেয়ে তারা আগাম সবজি চাষে উৎসাহিত হয়েছেন। সময়মতো বাজারে সবজি তুলতে পারলে ভালো দাম পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার তন্ময় কুমার সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন দেওয়ান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com