নাটোরে নিজ বাড়িতে বৃদ্ধার মুখমণ্ডল থেতলে হত্যা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৮
নাটোরে নিজ বাড়িতে বৃদ্ধার মুখমণ্ডল থেতলে হত্যা
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৯) নামের এক বৃদ্ধাকে নিজ বাড়িতে মুখমণ্ডল থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা।


রবিবার (৫ অক্টোবর) রাতে বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই এলাকার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর প্রায় এক যুগ ধরে একাই বসবাস করছিলেন মমতাজ বেগম। বৃদ্ধার দেখাশোনার জন্য সুফিয়া বেগম (৪০) ও কাজী আবু শামা (৬১) নামে দু’জন গৃহকর্মী নিয়োজিত ছিলেন।


প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যায় কাজ শেষ করে সুফিয়া বাড়ি ফেরেন। পরে রাতে অপর গৃহকর্মী আবু শামা এশার নামাজ শেষে এসে দেখতে পান মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার মুখমণ্ডল থেতলানো এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল। আবু শামার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মমতাজ বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com