
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট অ্যসোসিয়েশন ষোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামেও গত বুধবার থেকে অনিদিষ্টকালে কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা।
শনিবার (৪ অক্টোবর) সকালে নন্দীগ্রাম (বিজরুল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রঙ্গনে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট অ্যসোসিয়েশনের ব্যানারে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা।
এসময় বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট অ্যসোসিয়েশন নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি ময়নুল হক ফটিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় কর্মবিরতির কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, সহকারী স্বাস্থ্য পরির্দশক শাহনাজ পারভিন,স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান, রাবেয়া খাতুন, ফরহাদ হোসেন, খায়রুল ও আকরাম হোসন। এছাড়াও নন্দীগ্রাম উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় স্বাস্থ্য সহকারীদের নেতারা বলেন, আমরা বারবার শুধু আশার বাণী শুনেছি, কিন্তু কোন বাস্তব পদক্ষেপ পাইনি। এবার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরব না। তাদের মুল দাবি হলো-নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা ¯œাতক বা সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান। পাশপাশি পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করে কর্মবিরতির ঘোষণা দেন তারা। এ কর্মবিরতির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারণে অনেক মা ও শিশু নির্ধারিত সময়ে টিকা গ্রহণ করতে পারছেনা।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]