
রাজশাহীর বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর আমিরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে বাঘা ফায়ার সার্ভিসের নেতৃত্বে স্থানীয়দের সহায়তায় রাজশাহী থেকে আসা ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
নিহত আমিরুল ইসলাম উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলী এলাকার মৃত আলীমুদ্দিনের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সহিদুল মাস্টার জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আমিরুলসহ কয়েকজন পদ্মা নদীতে মাছ ধরতে যান। মূল নদীতে পৌঁছাতে তারা শাখা নদী (ক্যানেল) সাঁতর দিয়ে পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ স্রোতে পড়ে আমিরুল ডুবে যান এবং নিখোঁজ হন।
আমিরুলের স্ত্রী নাজমা বেগম বলেন, পেশাগত শ্রমিকের কাজ না থাকায় শখের বসে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। মাঝে মাঝে মাছ ধরেই সংসার চালাতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন কীভাবে সংসার চলবে জানি না।
বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নৌপুলিশ ও থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান বলেন,এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]