
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছর বয়সি এক নারীর বাড়িতে আবুল কাসেম মুন্সি নামে ৭৫ বছর বয়সের এক এক বৃদ্ধ অনশন করেছেন।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে তিনি অনশন করেন। ৭৫ বয়সের বৃদ্ধ আবুল কাশেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মুন্সির ছেলে।
বৃদ্ধ আবুল কাশেম মুন্সি বলেন, ‘আমার স্ত্রী বেশ কিছু দিন আগে মৃত্যুবরণ করার পর বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। এরই ধারাবাহিকতায় প্রায় দুমাস আগে মাহিনুরের সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে তিনি বিয়েতে রাজি হন। সেই সুবাদে মাহিনুর বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেন। কিন্তু কিছু দিন আগ থেকে হঠাৎ কোনো কারণ ছাড়া আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। আমি তার বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়া হয়। এক পর্যায়ে আমি প্রায় ৪ থেকে ৫ দিন খোঁজ করে শনিবার সকালে মাহিনুরের বাড়িতে আসি।’
এ বৃদ্ধ আরও বলেন, হয়তো আমার টাকা দিতে হবে, নয়তো আমাকে বিয়ে করতে হবে। আমার সঙ্গে মাহিনুর যে প্রতারণা করেছেন, আমি তার উপযুক্ত বিচারের দাবি করছি।
এলাকাবাসী বলছে, মাহিনুরের স্বভাব মোটেও ভালো না। তিনি এ রকম বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেন। মাহিনুরের কঠিন শাস্তি হওয়া উচিত।
জানা যায়, বিষয়টি টের পেয়ে মাহিনুর আত্মগোপন করেন। পরে মাহিনুর মুঠোফোনের মাধ্যমে বিষয়টি অস্বীকার করেন।
বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের ৯ নম্বর ইউপি সদস্য পলাশ ফকির রবিবার (১৭ আগস্ট) জানান, ওই নারী এবং বৃদ্ধ উভয়েই একাধিক বিয়ে করেছেন। তবে ওই বৃদ্ধ এখন অনশনে নেই।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]