
আমদানিকারকের এক মামলায় পানামা পতাকাবাহী ' এম ভি এইচটিপি আম্বার' নামে একটি বিদেশি জাহাজকে আটক করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার সার আমদানিকারক প্রতিষ্ঠান 'খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং' এর দায়ের করা মামলায় জাহাজটিকে আটক করা হয়। তবে ওই জাহাজ থেকে নিয়মিত পণ্য খালাস হচ্ছে বলে জানায় বন্দরের হারবার বিভাগ।
জাহাজটির বাংলাদেশের শিপিং এজেন্ট কসমস শিপিং লাইন্স লিমিটেডের মহা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, 'গত বছরের ২৪ ডিসেম্বর ভারতের পারাদ্বীপ বন্দর থেকে ' এমভি এইচটিপি আম্বার' জাহাজে ৯ হাজার ৬০০ মেট্রিকটন সার বোঝাই করে ২৭ ডিসেম্বর মোংলা বন্দরে আসে। এই জাহাজে সার আমদানি করে যশোরের নওয়াপাড়ার ' খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং '। কিন্তু ওই জাহাজ থেকে সময়মতো তারা পণ্য খালাস করতে না পারায় জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অ্যাডমিরালটি স্যুট (সামুদ্রিক আইন) ১/২০২৬ আইনে গত ৮ জানুয়ারি উচ্চ আদালতে মামলা করেন'। সেই মামলায় গত ৯ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে জাহাজটি আটক রাখার নির্দেশনা আসে। বর্তমানে বন্দরের বেসক্রিক-৪ নম্বর বয়ায় নোঙর করা জাহাজটি আটক আছে বলেও জানান তিনি। এর আগে ২০২৩ সালে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আসা লাইব্রেরিয়ার পতাকাবাহী ' এমভি পানাগিয়া কানালা' জাহাজও উচ্চ আদালতের নির্দেশে আটক ছিল।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]