পলাশে দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ : ১১ মে ২০২৫, ১৮:০৩
পলাশে দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশ উপজেলায় মাত্র পাঁচশত টাকার জন্য ইসমাইল হোসেন (৩৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।


শনিবার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত ইসমাইল মিয়া নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের কামাল উদ্দিনের ছেলে। সে খিলপাড়ার পুবালী জুটমিল এলাকার একটি কলোনীতে পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন।


স্থানীয়রা জানান, তার স্ত্রী স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। একমাত্র মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। ইসমাইলের কাছে পাঁচশত টাকা পেতেন খিলপাড়া এলাকার আহসান মিয়ার ছেলে আফজাল হোসেন (৩৬)। পাওনা টাকা নিয়ে শনিবার রাতে পূবালী বাজারের পাশে খিলপাড়া এলাকায় তাদের মধ্যে কথা—কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের একটি দোকান থেকে ছুরি নিয়ে ইসমাইলের পেটে সজোরে আঘাত করেন আফজাল হোসেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে আফজাল পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ইসমাইলকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইসমাইলের মৃত্যু হয়।


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনির হোসেন বলেন, মাত্র ৫০০ টাকা পাওনা নিয়ে দুজনের মধ্যে কথা—কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে ইসমাইলকে হত্যার পর অভিযুক্ত আফজাল পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com