
দিনাজপুরের ফুলবাড়ী থানা এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় থানা পুলিশের বিশেষ অভিযানে অটোরিক্সা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার ও চোরাই অটোরিক্সার বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) ফুলবাড়ি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অটো রিকশা চোর চক্রের ৫ জন সদস্যকে আটক করেছে। এসময় পুলিশ ইজিবাইকের ৬টি ব্যাটারি, একটি মোটর, একটি চার্জার, দুইটি কন্ট্রোলার, একটি লোহার শকাপ, একটি টায়ারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে।
বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম খন্দকার মহিব্বুল।
গ্রেফতারকৃতরা হলেন কাটাবাড়ী গ্রামের রাশেদ হোসেন ওরফে রাসেল (৩৫), তেতুলিয়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ কাশেম পাপ্পু (৩০), বারোকোনা গ্রামের মোঃ জবেদুলের ছেলে মোঃ সেলিম (৩১), গ্রাম দক্ষিণ তেতুলিয়া পাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম( ২৮), নবাবগঞ্জ থানার মির্জাপুর গ্রামের মো. আনিসুরের ছেলে সামিউল আলম রতন।
পুলিশ জানায়, গত ৪ মে ফুলবাড়ি থানা এলাকার কাটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে ইজিবাইক চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে অটো রিকশা চোর চক্রের সদস্যদের করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম খন্দকার মহিব্বুল বলেন, জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক ফুলবাড়ি থানাকে শতভাগ অপরাধ মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ফুলবাড়ী থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশিসহ অপরাধ নির্মূলে পুলিশের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]