
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বহরপুর বাজারের মাছের হাটের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাজারের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। এর পরে বালিয়াকান্দি ও কালুখালী ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ১৩ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
এই অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। তদন্ত চলছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]