
চাঁপাইনবাবগঞ্জ সদরের পৌর এলাকার হুজরাপুরে শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে জেলা শহরের হুজরাপুর মোড়স্থ শ্রী কালী মন্দির সংলগ্ন মহানন্দা দারিদ্র বিমোচন সংস্থার সম্মেলন কক্ষে শীতার্ত, দারিদ্র, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতোন চৌধুরী ও শ্রী শুব্রত সাহা, সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক পলাশ চৌধুরী ও অমিত সাহা গৌরাঙ্গ, সংস্থাটির হিসাব রক্ষক শ্রী চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক শ্রী রুদ্র সাহা, সাধারণ সদস্য চিরঞ্জিত, গৌউর, সনঞ্জিত, আওয়ালসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এতে বক্তব্য রাখেন সংস্থাটির সভাপতি শ্রী জিতোন চৌধুরী।
তিনি বলেন, আমরা আজ ১০০ টি কম্বল বিতরণ করেছি। এছাড়া আমরা প্রতিদিন রাতে বাস্তুহীন ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করে আসছি, আমাদের এই সেচ্ছাসেবী সংগঠনের একটি দল রাত ১০-১১ টার সময় শহর ও ইউনিয়নের বিভিন্ন প্রান্তে রাস্তার পাশে দারিদ্র্র্যদের মাঝে কম্বল বিতরণ করছি। আমাদের এই কাজের একটাই লক্ষ্য আমাদের আশে পাশে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো। এই শীতে তাদের শীত নিবারণের জন্য তাদের কম্বল বিতরণ করাই আমার একমাত্র উদ্দেশ্য।
তিনি আরও বলেন, এই সংস্থাটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী একটি সংগঠন। সুতরাং এই সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
এই সময় আরও বক্তব্য রাখেন সংস্থাটির হিসাব রক্ষক শ্রী চন্দ্র কর্মকার। তিনি বলেন, আমাদের এই সংগঠনটির অতীতের কর্মসূচিগুলো আপনারা দেখেছেন, সেখানে জগন্নাথ দেবের রথ যাত্রায় লেবু জল বিতরণ, ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন, গরীব ও অসহায় পরিবারের অন্তষ্টিক্রিয়াতে (মৃতদেহর শেষকার্য) অর্থ প্রদান ও আদ্য-শ্রাদ্ধে সার্বিকভাবে সহায়তা করেছি। এছাড়াও শিশু পরিবারের (এতিম) সদস্যদের মাঝে সেলায় মেশিন বিতরণ কর্মসূচি পালন করেছি। আমরা সামনেও আপনাদের সহযোগিতার মাধ্যমে একদিন আমাদের এই সমাজের অসচ্ছলতা বিমোচন করতে পারব।
পরে তারা বক্তব্যের শেষে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করেন।
বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]