
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে ধারণ করে সাভারে অনুষ্ঠিত হলো জাতীয় যুব দিবস।
১ নভেম্বর, শুক্রবার দুপুরে এ উপলক্ষে সাভার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদার, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. মো. শওকত আলী, সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার নুরুল ইসলাম,সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা, উপজেলা সমবায় কর্মকর্তা মহসিনুজ্জামানসহ আরো অনেকে।
পরে সেখানে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। এসময় বেকার প্রশিক্ষিত যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থানের জন্য দশজনকে যুব ঋণের চেক প্রদান করা হয় ও একটি যুব সংগঠনকে নিবন্ধন সনদ প্রদান করা হয়।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]