শেখ হাসিনা, রেহানা ও জয়সহ ৪০৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২
শেখ হাসিনা, রেহানা ও জয়সহ ৪০৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০৪ জনের নাম উল্লেখ করে ৪০৪ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে।


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের সিল্কিবান্দা গ্রামের নিহত রিপন ফকিরের স্ত্রী মাবিয়া বেগম বাদী হয়ে সদর থানায় এ মামলা করেছেন। এর আগে, সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জেলায় ছয়টি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলা হয়েছে। সদর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) রহিম উদ্দিন এ তথ্য দিয়েছেন।


মামলার অন্যতম কয়েকজন আসামি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি ডা. মোস্তফা আলম নান্নু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি. জামান নিকেতা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকার প্রমুখ।


বাদী এজাহারে উল্লেখ করেছেন, তার স্বামী রিপন ফকির গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বগুড়া শহরের বড়গোলা ঝাউতলা এলাকায় যান। এ সময় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে অন্য আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলে তার স্বামী রিপন ফকির নিহত হন।


বিবার্তা/এসএ











সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com