
দিনাজপুরের খানসামা উপজেলায় ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত ২৭ টি বেসরকারি এতিমখানা সমূহের মাঝে ২০২৩-২০২৪ অর্থবছরের ৫৯ লক্ষ ০৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
২জুলাই, মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে গ্র্যান্টপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব চেক তুলে দেন অতিথিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ও উপজেলার ২৭ টি ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
বিবার্তা/জামান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]