
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম পাদুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে।
২৮ জুন, শুক্রবার সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাদুরবাজারের এমদাদুল হকের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, এমদাদুল হক, শফিকুল ইসলাম ও আব্দুল মালেক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা দলগ্রাম ইউনিয়নের এমদাদুল হকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পড়ে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, পাদুরবাজারের মুদির দোকানদার এমদাদুল হকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে মূহুর্তেই বাজারের চায়ের দোকান, ধানের গোডাউনসহ ৩টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আবু তাহের বলেন, দলগ্রামের পাদুরবাজারে বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের টিম কাজ শুরু করে। আধা ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিবার্তা/তমাল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]