খানসামায় জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১৫:১৬
খানসামায় জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।


১৩ জুন, বৃহস্পতিবার খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ উদ্‌যাপন কমিটির আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


ইউএনও মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীগণ।


বিবার্তা/জামান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com