গুরুদাসপুরে চরক মেলায় হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০০:১৫
গুরুদাসপুরে চরক মেলায় হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে চরক মেলা দেখতে গিয়ে সঞ্জয় কুমার সনজিত (৪২) নামের এক ব্যক্তির হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।


শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে গুরুদাসপুর উপজেলার শিধুলী স্কুল মাঠে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।


নিহত সঞ্জয় কুমার শিধুলী ঘোষপাড়া গ্রামের সুদর্শন ঘোষের ছেলে। ধারাবারিষা ইউনিয়ন পরিষদের সামনে তার হোটেল ব্যবসা ছিল।


প্রত্যক্ষদর্শীরা জানান প্রচণ্ড গরমে গতকাল বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েছিলেন সঞ্জয়। অসুস্থ শরীর নিয়েই শুক্রবার চরক মেলা দেখতে আসেন সিধুলী স্কুল মাঠে। চরক ঘুরানোর সময় সঞ্জয় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে নিয়ে আসেন।


গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুজাউদৌলা বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে কী কারণে সঞ্জয়ের মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা মুশকিল। তবে প্রাথমিক ভাবে হিটস্ট্রোকের মতোই মনে হয়েছে।


নিহতের পিতা সুদর্শন ঘোষ বলেন, সঞ্জয়ের আয়েই চলতো তাদের ছয় সদস্যের পরিবার। ছেলে মারা যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছে।


বিবার্তা/রাজু/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com