পাবনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ২১:৪৩
পাবনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।


এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ২টি পরিবহনের চালককে জরিমানা ধার্য করে তা আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। এসময় অন্যান্য পরিবহনের চালকদেরকে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।


৪ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে পাবনা শহরের মেরিল বাইপাস মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।


এসময় প্রসিকিউশন প্রদান করেন অত্র কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন।


এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে। তাই সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি। মোবাইল কোর্টে জেলা পুলিশ পাবনার একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে ছিলেন।


বিবার্তা/পলাশ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com