উত্তরায় ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১৮:৫৭
উত্তরায় ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেল এর আওতাধীন বাউনিয়া মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে।


৩০ এপ্রিল, মঙ্গলবার মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার এ অভিযান পরিচালনা করেন।


অভিযানে জি-১৭ নামক প্রতিষ্ঠানে দখলে থাকা বাউনিয়া মৌজার সিটি ১নং খতিয়ানের সিটি ২৩০২৭ দাগের ৮১ শতাংশ ভূমি উদ্ধার করা হয়। উত্তরা ১৭নং সেক্টর সংলগ্ন উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৮০ কোটি টাকা।


এ খাসজমি উদ্ধার করে সীমানা চিহ্নিত করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। উদ্ধারকাজ পরিচালনাকালে মিরপুর রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার এবং বাউনিয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।


খাসজমি উদ্ধারে জেলা প্রশাসন, ঢাকা এর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com