
দ্বিতীয় দিনের শুরুতে ১ রান নিয়ে শততম টেস্টে সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। তবে অপেক্ষার পালা ফুরানোর পর মাত্র ৬ রান যোগ করতেই ব্যক্তিগত ১০৬ রানে থেমেছেন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) টেস্ট ক্রিকেটের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির পর ম্যাথু হাম্প্রেসের লাফিয়ে ওঠা বলে ক্যাচ দেন স্লিপে। দ্বিতীয় স্লিপে থাকা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ডান পাশে ঝাঁপিয়ে এক হাতের দুর্দান্ত ক্যাচে ফেরান মুশফিককে।
২১৪ বল খেলে ইনিংসটি সাজান তিনি ৫টি চারে। কোনোপ্রকার ঝুঁকি না নিয়েই নিজের বিশেষ ম্যাচটাকে বিশেষভাবে স্মরণীয় করে রাখলেন অভিজ্ঞ এই ব্যাটার।
মুশফিকের বিদায়ে ভাঙে লিটনের সঙ্গে ১০৮ রানের জুটি। ৩১০ রানে পঞ্চম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। লিটন অপরাজিত আছেন অর্ধশতক আদায় করে। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]