
বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে এসে অবশেষে গোল হজম করল স্পেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঘরের মাঠে তুর্কির সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। পয়েন্ট ভাগাভাগি করলেও বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। এদিকে 'সি' গ্রুপের নাটকীয় ম্যাচে ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে স্কটল্যান্ড।
সেভিয়ায় ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় স্পেন। কুকুরেলার পাস থেকে গোল করেন দারুণ ফর্মে থাকা ড্যানি ওলমো। তবে প্রথম হাফ শেষ হওয়ার আগে সমতায় ফেরে তুর্কি। কর্নার থেকে ডেনিজ গুল গোল করেন। বিশ্বকাপ বাছাইয়ে এটি ছিল স্পেনের প্রথম গোল হজম।
ম্যাচের ৫৪তম মিনিটে আবারও গোল করে বসে তুর্কি। এবারের গোল স্কোরার সালিহ ওজকান। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম গোল। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি স্পেন। ৬২ মিনিটে ওয়ারজাবাল জালের দেখা পান।
এরপর আক্রমণের পসরা সাজিয়েও গোল করতে পারেনি স্পেন। যদিও একটি গোল অফ সাইডে বাতিল হয়ে যায়। তবে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় স্পেনকে। 'ই' গ্রুপের শীর্ষে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে তাদের। অপরদিকে, টেবিলের দুইয়ে থাকায় প্লে-অফে খেলার সুযোগ পাচ্ছে তুর্কি।
স্কটল্যান্ড ৪-২ ডেনমার্ক
ডেনমার্কের জন্য কাজটা সহজ ছিল। স্কটল্যান্ডের সঙ্গে ড্র করলেই সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে তারা। তবে সেটা করতে পারেনি তারা। ম্যাচের তৃতীয় মিনিটে স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড। ডেনমার্ক সমতায় ফেরে ম্যাচের ৫৭তম মিনিটে। হইলুন্দ পেনাল্টি থেকে গোল করেন।
তবে আত্মবিশ্বাসী থাকা স্কটিশ খেলোয়াড়রা ম্যাচে আবারও লিড পেয়ে যায় ৭৮ মিনিটে। লরেন্স শ্যাঙ্কল্যান্ড গোল করেন স্বাগতিকদের হয়ে। তবে এবার ডেনমার্ক সমতায় ফিরতে বেশি দেরি করেনি। ৮২তম মিনিটে ডগরু গোল করেন ডেনমার্কের হয়ে। তখন মনে করা হচ্ছিল তারাই বিশ্বকাপের টিকিট পাবে।
তবে শেষের নাটকের কথা কে জানত। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় ও অষ্টম মিনিটে গোল করে স্পেন। তাতে ৪-২ গোলে জয়ের পাশাপাশি বিশ্বকাপের টিকিটটাও পেয়ে যায় তারা।
৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে স্কটল্যান্ড। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে প্লে-অফ খেলতে হবে এখন ডেনমার্ককে।
এদিন গ্রুপ সেরা হয়ে সরাসরি বিশ্বকাপের টিকেট পেয়েছে আরও তিন দল। তারা হচ্ছে—বেলজিয়াম, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]