কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪৪
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

হংকংয়ে অনুষ্ঠিত সিক্স-এ-সাইড টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও, নকআউট পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ। আইসিসি অনুমোদিত এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে টাইগাররা ৫৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে বিদায় নিয়েছে।


বোলারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়া রানের পাহাড় গড়ার পর, বাংলাদেশের পক্ষে আবু হায়দার রনি ১৮ বলে ফিফটি করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি।


শনিবার (৮ নভেম্বর) টস জিতে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তারা নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের বিশাল সংগ্রহ গড়ে। অস্ট্রেলিয়ার পক্ষে বেন ম্যাকডরমট ১৪ বলে ৮ ছক্কায় ৫১ রান করেন। অধিনায়ক অ্যালেক্স রস ১১ বলে ৭ ছক্কায় ৫০ এবং উইলিয়াম বসিস্তু ৬ বলে ৫ ছক্কায় ৩০ রান করেন। বিশাল এই সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে আগেই ম্যাচ থেকে ছিটকে দেয়।


জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশের প্রথম চার ব্যাটারের কেউই বলার মতো রান পাননি। হাবিবুর রহমান সোহান ও জিসান আলম ২ বলে একটি করে ছক্কা মেরে আউট হন। আকবর আলী ফেরেন গোল্ডেন ডাকে। এরপর হারের ব্যবধান কমান আবু হায়দার রনি ও রাকিবুল হাসান।


আবু হায়দার রনি ১৮ বলে ২ চার ও ৭ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন। আরেক বোলার রাকিবুল হাসান ১০ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৫ রান করেন। বাংলাদেশ ৯৫ রান পর্যন্ত করতে সক্ষম হয়, যা চলতি টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ সংগ্রহ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com