
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮০ হাজার টাকা। এই নতুন কাঠামো চলতি বছরের জুলাই থেকে কার্যকর হয়ে আগামী বছরের জুন পর্যন্ত বহাল থাকবে।
সোমবার (৩ নভেম্বর) বিসিবির সভায় আনুষ্ঠানিকভাবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হয়।
নতুন কাঠামো অনুযায়ী নারী ক্রিকেটারদের চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’।
‘এ’ ক্যাটাগরি: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা এরা প্রত্যেকে পাবেন ১ লাখ ৬০ হাজার টাকা।
‘বি’ ক্যাটাগরি: ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি এরা প্রত্যেকে পাবেন ১ লাখ ৩৫ হাজার টাকা।
‘সি’ ক্যাটাগরি: স্বর্ণা আক্তার তিনি পাবেন ৯৫ হাজার টাকা।
‘ডি’ ক্যাটাগরি: সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা এবং নিশিতা আক্তার নিশি প্রত্যেকে ৮০ হাজার টাকা করে পাবেন।
আগে ‘এ’ ক্যাটাগরির বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা, যা ৪০ হাজার বাড়ানো হয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ২৫ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরিতে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে।
এ ছাড়া জাতীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা যদি জাতীয় দলে সুযোগ পান, তবে তারা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন। অধিনায়ক অতিরিক্ত ৩০ হাজার ও সহ-অধিনায়ক ২০ হাজার টাকা বাড়তি পাবেন।
বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত নারী ক্রিকেটারদের মনোবল ও পেশাদারিত্বে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে বিসিবি।
বিসিবির নারী বিভাগের নতুন পরিচালক আব্দুর রাজ্জাক দায়িত্ব নেওয়ার পরই নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]