ভ্যালেন্সিয়াকে উড়িয়ে রিয়ালের সহজ জয়
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:১৬
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে রিয়ালের সহজ জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (১ নভেম্বর) ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, একটি করে গোল করেছেন জুড বেলিংহ্যাম এবং আলভারো ক্যারেরাস।


ম্যাচের ১৭তম মিনিটে মিলিতাওকে ভ্যালেন্সিয়ার ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি এমবাপ্পে। ৩১ মিনিটে রিয়াল ও নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি এই তারকা। এ নিয়ে চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে এমবাপ্পের গোল এখন ১৩টি।


৪৩তম মিনিটে আরও একটি পেনাল্টি পায় রিয়াল। নিজের হ্যাটট্রিককের সুযোগ থাকা সত্ত্বেও এমবাপ্পে পেনাল্টি নিতে দেন ভিনিসিউসকে। তবে ভিনির পেনাল্টি ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক আগিররেজাবালা।


প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মূহুর্তে গোল করেন বেলিংহ্যাম। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে পাঠান ইংলিশ তারকা। প্রথমার্ধ শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে পুরো সময় নিয়ন্ত্রণে রেখেও গোল পাচ্ছিল না রিয়াল। শেষ পর্যন্ত ৮২ মিনিটে দারুণ এক শটে গোল করেন ক্যারেরাস।


এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এনফিল্ডে আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com