
গত মৌসুমে একটিও ক্লাসিকো জিততে না পারা রিয়াল এবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেই বার্সেলোনাকে হারিয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বার্সেলোনাকে ২-১ গোলে হারানোর পর সমর্থকদের দুঃসংবাদ দিল রিয়াল মাদ্রিদ। দলের অধিনায়ক দানি কারভাহালের সার্জারি করাতে হবে। যার কারণে চলতি মৌসুমে তার খেলা নিয়ে রয়েছে সংশয়।
এল ক্লাসিকোর শুরুর একাদশে ছিলেন না কারভাহাল। ৭২তম মিনিটে ভালভার্দের বদলি হিসেবে নামেন তিনি। মাঠে ১৯ মিনিট খেলেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার। তাতে কোনো সমস্যা দেখা যায়নি।
সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে রিয়াল জানায়, সার্জারি লাগবে এই অভিজ্ঞ ডিফেন্ডারের, যা তাকে ছিটকে দিতে পারে বছরের বাকি সময়ের জন্য।
রিয়াল মাদ্রিদ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘অধিনায়ক দানি কারভাহালের কয়েকটি মেডিক্যাল পরীক্ষার পর তার ডান হাঁটুতে কিছু সমস্যা ধরা পড়েছে। এ জন্য তাকে আর্থ্রোস্কপি সার্জারি করাতে হবে।’
এদিকে ক্লাবটির সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কারভাহালকে যেহেতু হাঁটুর সমস্যায় আরেকটি সার্জারির মুখোমুখি হতে হচ্ছে, তাকে মাঠের বাইরে অন্তত ১০ সপ্তাহ থাকতে হতে পারে। এর মানে ২০২৫ সালে কারভাহালকে আর মাঠে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি।
দীর্ঘদিন ধরেই এই হাঁটুর সমস্যায় ভুগছেন ৩৩ বছর বয়সি এই রাইটব্যাক। গত বছর লা লিগার এক ম্যাচে হাঁটুর দুটি লিগামেন্ট ছিড়ে যায় তার। এরপর মৌসুমের প্রায় বাকি অংশেই তাকে পায়নি রিয়াল। সেই ইনজুরি থেকে কারভাহাল ফেলেন গত জুলাইয়ে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]