
প্রথম ওয়ানডে ম্যাচে ২০৭ রান করেও সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ২১১ রান করেছে বাংলাদেশ।
জবাবে নামা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডারে প্রথম ওভারেই ধাক্কা দেন নাসুম আহমেদ। পরে রিশাদ হোসেন ও তানভীর ইসলামের তোপে সাত উইকেট হারায় ক্যারিবীয়রা। জাস্টিন গ্রেভসকে নিয়ে শেই হোপ সেখান থেকে ম্যাচ পক্ষে নিচ্ছিলেন। গ্রেভসকে রান আউট করে ম্যাচে ফিরে বাংলাদেশ। শেষ বলে ক্যাচ নিলেই বাংলাদেশ জিতত ম্যাচ। কিন্তু উইকেটরক্ষক সোহান ক্যাচ ফেলায় ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে।
জয়ের জন্য শেষ ওভারে ৩ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। শেষ ব্যাটার খেরি পেরি শট খেললে তা ক্যাচ ওঠে। বাংলাদেশ ক্যাচ ধরতে পারলেই জিতত ২ রানে। কিন্তু উইকেটরক্ষক সোহান অনেকটা দৌঁড়ে লাফিয়ে চেষ্টা করলেও তা ফস্কে যায়। চতুর্থবারের মতো ওয়ানডে ক্রিকেট যায় সুপার ওভারে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]