আর্জেন্টিনাকে হারিয়ে মরক্কোর বিশ্ব শিরোপা জয়
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৫৫
আর্জেন্টিনাকে হারিয়ে মরক্কোর বিশ্ব শিরোপা জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ১৮ বছরের শিরোপা-খরা কাটাতে পারল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের কাঁদিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়ল আফ্রিকার দেশ মরক্কো। চিলির সান্তিয়াগোতে আজ (২০ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে হারাল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মরক্কোর জয়ের নায়ক ফরোয়ার্ড ইয়াসির জাবিরি, যিনি একাই করলেন দুটি গোল।


মরক্কোর জন্য এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম শিরোপা। এর আগে ২০০৫ সালের আসরে রানার্স-আপ হওয়া ছিল তাদের সেরা সাফল্য। প্রায় দুই দশক পর এবার তারা নতুন ইতিহাস লিখল। অন্যদিকে, আর্জেন্টিনা এই নিয়ে দ্বিতীয়বারের মতো রানার্স-আপ হলো (প্রথমবার ১৯৮৩ সালে)। এর আগে-পরে মোট ছয়বার ট্রফি ঘরে তুলেছিল তারা। তবে ২০০৭ সালের পর এই টুর্নামেন্টে আর চ্যাম্পিয়ন হতে পারেনি আলবিসেলেস্তেরা।


শিরোপা নির্ধারণী এই ম্যাচে বল পজিশন ও আক্রমণে দাপট ছিল আর্জেন্টিনারই। তারা ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়াদের উত্তরসূরিরা গোলের জন্য মোট ২০টি শটও নেয়। কিন্তু মরক্কোর রক্ষণকে ভাঙতে পারেনি তারা। বিপরীতে, মরক্কো মাত্র ৪টি শট লক্ষ্য বরাবর রেখেই কাঙ্ক্ষিত সাফল্য ছিনিয়ে নেয়।


ম্যাচের শুরুতেই চমক দেখায় মরক্কো। ষষ্ঠ মিনিটে আচমকা আক্রমণে ডি-বক্সের মুখে গোলরক্ষককে একা পেয়ে শট করেন ইয়াসির জাবিরি। এ সময় গোলরক্ষক সান্তিনো বার্বির সঙ্গে তার সংঘর্ষ হয়। রেফারি প্রথমে ফাউল না দিলেও মরক্কো ‘গ্রিন কার্ড’ ব্যবহার করে ভিএআর রিভিউয়ের আবেদন করে।


রিভিউতে দেখা যায়, ফাউলটি ডি-বক্সের ঠিক বাইরে হয়েছে। ফলে পেনাল্টি না পেলেও হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন গোলরক্ষক। সেই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকেই দলকে এগিয়ে দেন ইয়াসির জাবিরি। বাম পায়ের বাঁকানো উঁচু শটটি আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বার্বিকে ফাঁকি দিয়ে আর্জেন্টিনার জালে জড়ায়।


পিছিয়ে পড়ে আর্জেন্টিনা গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও ২৮তম মিনিটে উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে। পাল্টা আক্রমণে ওথমান মামার ক্রস থেকে বাম পায়ের ছোঁয়ায় নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়াসির।


এরপর ব্যবধান কমাতে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা বারবার মরক্কোর রক্ষণে হানা দিলেও সেভাবে জোরাল কোনো আক্রমণ করতে পারেনি। বেশিরভাগ শটই ছিল লক্ষ্যভ্রষ্ট। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৫ মিনিট দেয়া হয়। সেই সময় শেষ হওয়ার বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন মরক্কোর ফুটবলাররা এবং গ্যালারিতে শুরু হয় লাল জার্সির সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস।


ফাইনালে জোড়া গোলসহ টুর্নামেন্টে মোট ৫ গোল করেন লিওনেল মেসির বড় ভক্ত ইয়াসির জাবিরি। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও গোল্ডেন বুট না জিতলেও আসরজুড়ে দুর্দান্ত খেলায় তিনি জেতেন ‘সিলভার বল’। টুর্নামেন্টজুড়ে অসাধারণ ফুটবলের প্রদর্শনীতে মরক্কোর ওথমান মামা জেতেন সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’। অন্যদিকে, ফাইনালের আগপর্যন্ত কোনো গোল হজম না করা আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বার্বি জেতেন ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com