ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৭
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

দিল্লি টেস্টে ভারতের জয়টা সময়ের ব্যাপার ছিল। পঞ্চম দিনের প্রথম সেশনেই সেই জয় তুলে নেয় তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলো শুভমান গিলের দল।


এক উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল ভারত। দিনের শুরুতেই ৩৯ রানে সাই সুদর্শন আউট হয়ে যান। তাকে শিকার করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ।


ভারতীয় অধিনায়ক গিলও বেশিক্ষণ টিকতে পারেননি। প্রথম ইনিংসে শতক হাঁকানো গিলকেও আউট করেন চেজ। তারপর ধ্রুব জুরেলকে নিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন কেএল রাহুল।


অভিজ্ঞ ব্যাটার রাহুল হাঁকান অর্ধশতক। ১০৮ বলে ৫৮ রান করেন তিনি। হার না মানা এই ইনিংসে ছিল ছয়টি চার ও দুইটি ছক্কা।


দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ভারত পাঁচ উইকেটে ৫১৮ রান করে ইনিংস ঘোষণা করেছিলো। জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৪৮ রানেই অলআউট হয়। ফলো-অনে পড়ে আবার ব্যাট করতে নেমেছিল ৩৯০ রানের পূঁজি পায়। তাতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২১ রানের, যা ভারত সহজেই স্পর্শ করেছে। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে গিলের এটাই প্রথম সিরিজ জয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com