২৫ পদের জন্য মনোনয়ন নিলেন তামিম-বুলবুলসহ ৬০ জন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১
২৫ পদের জন্য মনোনয়ন নিলেন তামিম-বুলবুলসহ ৬০ জন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সবঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পষর্দের নির্বাচন। তফসিল অনুসারে শনিবার (২৭ সেপ্টেম্বর) ছিল পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণের দিন। যে কারণে সকাল থেকে মুখর শেরে-ই-বাংলা প্রাঙ্গন।


শনিবার (২৭ সেপ্টেম্বর) সারাদিনে (সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত) তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন ৬০ জন। এই তথ্য নিশ্চিত করেছেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন।


নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন।


ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন। এ ছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন।


পরিচালক পদের জন্য মনোনয়ন কিনেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি ক্লাব ক্যাটাগরি দুইয়ের মনোনয়ন কিনেছেন। তামিম ঢাকার ক্লাব ওল্ড ডিও এইচ এস থেকে কাউন্সিলর হয়েছেন। পরিচালক পদের জন্য মনোনয়ন নিয়েছেন ফারুক আহমেদও।


এ ছাড়া আমিনুল ইসলাম বুলবুল নিয়েছেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। তবে বিস্তারিত কারা মনোনয়ন নিয়েছেন সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন।


উল্লেখ্য, বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।


ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com