কিউই কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন কনওয়ে ও ফিন অ্যালেন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১৭:০৭
কিউই কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন কনওয়ে ও ফিন অ্যালেন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। প্রচুর অর্থ আর চার-ছক্কার রোমাঞ্চের জন্য ক্রিকেটপ্রেমীদের পছন্দের শীর্ষে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তবে শুধু ক্রিকেটপ্রেমীদের কাছে না ক্রিকেটারদের কাছেও বেশ জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি লিগের নতুন মৌসুমকে সামনে রেখে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। দুজনই ওপেনার হিসেবে কিউই দলে খেলেন।


ডেভন কনওয়ে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের পরিচিত এবং নিয়মিত মুখ। আছেন দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজ লিগে। আর সেখানে সময় দিতেই কি না এবার নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন তিনি। ২০১৭ সালে কনওয়ে দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডে এসেছিলেন তিনি। এরপর এবারেই প্রথম যাচ্ছেন সেখানে। কনওয়ে খেলবেন জোবার্গ সুপার কিংসের হয়ে।


ফিন অ্যালেন মারকুটে ওপেনার হিসেবে নাম কুড়িয়েছেন আগেই। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে আগে দেখা যায়নি। তবে এবারে নিজেকে সুযোগ দিতে চান ক্রিকেটের এই মঞ্চে। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ দিয়েই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের অধ্যায় শুরু করবেন অ্যালেন। কনওয়ের মতো তারও বর্তমান চুক্তি শেষ হবে চলতি মাসের শেষে।


কনওয়ে অবশ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের চলতি বছরের বাকি ৯ টেস্টেই তিনি থাকবেন এবং সুযোগ পেলে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে চান। তার ভাষ্য, নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে পারা তার কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে সবসময়। তার এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট ওয়েনিক।


এর আগে গতমাসেই নিউজিল্যান্ডের টেস্ট দলের সহ-অধিনায়ক টম ল্যাথাম বলেছিলেন, নিউজিল্যান্ড ক্রিকেটের উচিত কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে খেলোয়াড়দের আরও কিছুটা শিথিলতা এবং স্বাধীনতা দেয়া। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন এবং অ্যাডাম মিলনে নিজেদের কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com