পদত্যাগের দাবির মুখে নীরবতা ভাঙলেন কাজী সালাহউদ্দিন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১৪:৫৩
পদত্যাগের দাবির মুখে নীরবতা ভাঙলেন কাজী সালাহউদ্দিন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধানের পদ আঁকড়ে ধরে আছেন কাজী সালাহউদ্দিন। সরকার পতনের পর বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সালাহউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। কিন্তু পদ ছাড়তে নারাজ বাফুফে সভাপতি। পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে ঘোষণা দিয়েছেন পঞ্চম মেয়াদে সভাপতি পদে নির্বাচন করার।


আগামী ২৬ অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন কাজী সালাহউদ্দিন। তিনি কিছুতেই পাত্তা দিচ্ছেন না ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ এর দেয়া পদত্যাগের আলটিমেটামকে। এ পর্যন্ত দুইবার সংগঠনটি বাফুফের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।


২০০৮ সাল থেকে বাফুফে প্রধানের পদ আঁকড়ে থাকা সালাহউদ্দিন গণমাধ্যমকে পুনরায় নির্বাচন করার ব্যাপারে জানিয়েছেন। এ সময় তিনি নির্বাচন করাকে তার গণতান্ত্রিক অধিকার বলে আখ্যায়িত করেন। অধিকার থেকে কীভাবে তাকে বঞ্চিত করা হয়- সেই প্রশ্নও তুলেছেন তিনি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com