সোনারগাঁ হোটেল মোড় অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৮
সোনারগাঁ হোটেল মোড় অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর হোটেল সোনারগাঁ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ‘আনঅফিসিয়াল’ মোবাইল ফোন বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।


১০ ডিসেম্বর, বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম বলেন, তাদের অবরোধ-বিক্ষোভের ফলে আশেপাশের সব রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।


বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।


ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার’ বা এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছিলেন এই ব্যবসায়ীরা। বুধবার সন্ধ্যায় তারা কারওয়ানবাজারে সার্ক ফোয়ারা ক্রসিং আটকে বিক্ষোভ শুরু করেন।


এনইআইআর চালু হলে দেশে অবৈধ পথে আসা ফোনগুলো আর ব্যবহার করা যাবে না। পাশাপাশি বন্ধ হয়ে যাবে অবৈধভাবে বিদেশ থেকে নিয়ে আসা পুরনো ফোনের ব্যবসাও।


আগামী ১৬ ডিসেম্বর দেশে কার্যকর হওয়ার কথা রয়েছে এনইআইআর। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের এই বাধ্যবাধকতা কার্যকর হওয়ার পর কেবল সরকার অনুমোদিত বৈধ হ্যান্ডসেটই নেটওয়ার্কে যুক্ত থাকতে পারবে।


তবে ১৬ ডিসেম্বরের আগে নেটওয়ার্কে সচল থাকা কোনো হ্যান্ডসেটই বন্ধ করা হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে।


আর মাত্র আট দিন বাকি থাকলেও এখনো সরকারের সঙ্গে কোনো সমঝোতায় আসতে পারেননি হ্যান্ডসেট বাজারের বড় অংশীদার ‘গ্রে মার্কেটে’র ব্যবসায়ীরা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মোবাইল আমদানিতে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।


অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, কয়েকশ কোটি টাকার অবিক্রিত ফোন রয়েছে তাদের হাতে। পুরনো ফোনের যে ব্যবসা তারা এতদিন ধরে রমরমা চালিয়ে এসেছেন সেটিও ঝুঁকিতে পড়ে যাচ্ছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com