 
        
 অঅ-অ+
অঅ-অ+
                    খরচ কমানোর কৌশল এবং মহামারি চলাকালীন অতিরিক্ত কর্মী নিয়োগের ভার সামলাতে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আরও প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, ২০২২ সালের পর এটিই হবে কোম্পানিটির সবচেয়ে বড় কর্মী সংকোচন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, করপোরেট খরচ কমাতে এবং মহামারির সময় অতিরিক্ত কর্মী নিয়োগের প্রভাব সামাল দিতে অ্যামাজন আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার থেকেই প্রায় ৩০ হাজার করপোরেট কর্মীকে ছাঁটাই শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র ব্লুমবার্গকে এই তথ্য নিশ্চিত করেছে।
অ্যামাজনের মোট কর্মীর সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার হলেও, ছাঁটাই করা ৩০ হাজার কর্মী করপোরেট পর্যায়ের মোট কর্মী (প্রায় ৩ লাখ ৫০ হাজার)-এর প্রায় ১০ শতাংশ।
উল্লেখ্য, ২০২২ সালের শেষের দিকে প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এটিই হবে কোম্পানির সবচেয়ে বড় কর্মীসংকোচন। অবশ্য, অ্যামাজনের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
জানা গেছে, নতুন দফার এই ছাঁটাইয়ের আওতায় মানবসম্পদ, অপারেশনস, ডিভাইস ও সার্ভিস এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস বিভাগ পড়তে পারে।
সূত্র জানায়, সোমবার থেকেই সংশ্লিষ্ট বিভাগের ম্যানেজারদের কর্মী ছাঁটাই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে মঙ্গলবার সকালে ইমেইলের মাধ্যমে ছাঁটাইয়ের নোটিশ পাঠানোর পর তারা পরিস্থিতি সামাল দিতে পারেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]