
আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলটির সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও অনলাইন বৈঠকে অংশ নিচ্ছেন টেলিগ্রাম ও বোটিম অ্যাপের মাধ্যমে— এমন তথ্য পাওয়ার পর সরকার অ্যাপ দুটি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, রাজধানীতে গত বুধবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ২৪৪ জনের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি নিয়মিত এ দুটি অ্যাপ ব্যবহার করতেন।
বৈঠকের একটি সূত্র জানায়, আপাতত রাতে অ্যাপ দুটির গতিরোধ করা যায় কিনা, তা পরীক্ষা করে দেখা হবে। আর জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পর টেলিগ্রাম ও বোটিম বাংলাদেশে পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
টেলিগ্রাম অ্যাপ তৈরি করেছেন রুশ বংশোদ্ভূত পাভেল দুরভ। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বোটিম অ্যাপ ভয়েস কল, ভিডিও কল ও আর্থিক লেনদেনের জন্য জনপ্রিয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, একজন ব্যবহারকারী সর্বোচ্চ পাঁচটি মোবাইল সিম রাখতে পারবেন। বর্তমানে একজনের নামে ১০টি সিম নিবন্ধন করা সম্ভব।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর দ্রুত জামিন পাওয়ার প্রসঙ্গও বৈঠকে ওঠে। সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা জানান, অনেক ক্ষেত্রে জেলা পর্যায়ের পাবলিক প্রসিকিউটর, আইনজীবী সমিতি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব জামিন নিশ্চিত করতে ভূমিকা রাখছে। ফলে সিদ্ধান্ত হয়, সন্ত্রাসবিরোধী আইনে আটক ব্যক্তিদের জামিনের বিষয়টি আরও কড়াকড়িভাবে দেখা হবে এবং জেলা প্রশাসকদের এ বিষয়ে সতর্ক করা হবে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৩ মাসে ‘ফ্যাসিবাদে জড়িত’ অভিযোগে ৪৪ হাজার ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে প্রায় ৭৩ শতাংশ অর্থাৎ ৩২ হাজার ৩৭১ জন জামিন পেয়েছেন।
বৈঠকে মিয়ানমারের আরাকান আর্মি ও আরসার সাম্প্রতিক অভিযোগও আলোচিত হয়। দুটি সংগঠনই বাংলাদেশের বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করার অভিযোগ তুলেছে। বৈঠকে মত দেওয়া হয়, বাংলাদেশকে দ্রুত আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে, নইলে এসব অভিযোগ সত্য বলে প্রতিষ্ঠা পেতে পারে।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যরা।
সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচন, দুর্গাপূজা, মিয়ানমার পরিস্থিতি ও ছাত্র সংসদ নির্বাচনসহ নানা বিষয় নিয়েই কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]