‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ১৯:১৫
‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে শেষ হলো অপো’র ‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইন। তরুণ আলোকচিত্রী ও ফটোগ্রাফি নিয়ে উৎসাহীদের অনুপ্রাণিত করতে এ ক্যাম্পেইনের আয়োজন করে অপো।


এ ক্যাম্পেইনের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা ফটোগ্রাফি সংক্রান্ত সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পান।


অপো বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ক্যাম্পেইনের প্রথম, দ্বিতীয় ও
তৃতীয় বিজয়ী হিসেবে নির্বাচিত হন যথাক্রমে তারেক আহমেদ, প্লাবন বণিক ও মো. ইব্রাহিম জনি।


সম্প্রতি উন্মোচিত হওয়া অপো রেনো এইট টি র মাধ্যমে স্মার্টফোন
ব্যবহারকারীদের দেশ ও মানুষের সৌন্দর্য আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার সুযোগ করে দিতে অপো এ ক্যাম্পেইন চালু করে।


দেশের নয়নাভিরাম প্রাকৃতিকসৌন্দর্য ও মানুষের জীবনযাত্রা এবং সমৃদ্ধ ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে গত ১১ মার্চ থেকে শুরু হয়ে ক্যাম্পেইনটি চলে ১৭ মার্চ
পর্যন্ত।


স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনে ছবি জমা দেন স্মার্টফোন ব্যবহারকারীরা। ক্যাম্পেইন চলাকালীন, অপো রেনো এইট টি দিয়ে ছবি তোলার সময় ব্যবহারকারীদের মাঝে দেশ ও দেশের মানুষ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি ও ভাবনার তৈরি হয়।


ক্যাম্পেইনের প্রথম বিজয়ীকে পুরস্কার হিসেবে অপো রেনো এইট টি এবং দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে পুরস্কার হিসেবে দেয়া হয় এনকো ডব্লিউ ১১।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com