৩১ ডিসেম্বরের মধ্যে হজ নিবন্ধনের পরামর্শ
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৮
৩১ ডিসেম্বরের মধ্যে হজ নিবন্ধনের পরামর্শ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এ বছর হজ নিবন্ধনের মাত্র ১০ দিন রয়েছে। অথচ বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা পূরণ হতে বাকি আরও ১ লাখ ১১ হাজার।


এ অবস্থায় যারা পবিত্র হজ পালন করতে চান তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করার পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অনিশ্চয়তা ও বিড়ম্বনা এড়ানোর জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে হজ অনুবিভাগ।


২১ ডিসেম্বর, বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, হজ যাত্রীদের স্বার্থে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। এর আগে হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।


গত ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয়।


সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের হজযাত্রীর চূড়ান্ত তালিকা আগামী ৭ জানুয়ারির মধ্যে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পাঠাতে হবে।


এদিকে, হজ নিবন্ধনের আর ১০ দিন বাকি থাকলেও বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধন করেছেন মাত্র ১৫ হাজার ৫৭৭ জন। চলতি বছর বাংলাদেশের জন্য কোটা রয়েছে ১ লাখ ১১ হাজার ৬২১ জন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com