নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় এনসিপির নিন্দা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫২
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় এনসিপির নিন্দা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া এ ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে দলটি।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটি প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ছাত্র নামধারী ছাত্রদলের সন্ত্রাসীদের দ্বারা ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলার ঘটনায়
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে'।


এতে বলা হয়, 'কলেজের একটি অনুষ্ঠানে উপস্থিত হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম, পানি ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। হামলাকারীরা প্রকাশ্যে ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিয়ে সহিংসতা চালায়। যা প্রমাণ করে এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস'।


এর আগেও গত ২৩ জানুয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় একই কায়দায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, 'ধারাবাহিক এসব হামলা স্পষ্টতই প্রমাণ করে এসব হামলা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত'।


দলটি মনে করে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক পরিচয়ের আড়ালে একটি মহল তাকে ভয় দেখাতে ও নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে এসব হামলা চালাচ্ছে।


জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং হামলাকারীদের আইনের আওতায় আনারও দাবি জানায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com