
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল। দূর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। মানুষের জন্য রাজনীতি করি। দেশের পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সমস্যা সমাধান চাইলে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নাই। বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান করা হবে। অর্ধেক জনগোষ্ঠিকে পেছনে ফেলে এগুনো যায় না, এ জন্য ফ্যামিলি কার্ড দেয়া হবে।
তারেক রহমান বলেন, ‘জনগণের ইচ্ছামতো এ দেশ যেন আগামীতে চলতে পারে সেজন্য মানুষের ভোটের অধিকার দরকার। গত ১৬ বছরে ভোটের অধিকার থাকলে জনগণের অধিকার লুণ্ঠিত হতো না।’
তিনি বলেন, ‘অনেক দল আছে নির্বাচনী জনসভায় এসে অন্য দলের সমালোচনা করে। এসব না করে জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। দেশ ও দেশের মানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা বিএনপির রয়েছে। এখানে এসে অন্য দলের গীবত গাইলে জনগণের কোনো লাভ হবে না।’
ময়মনসিংহ বিভাগের ২৪ জন সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের পক্ষে ভোট চান তারেক রহমান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]