শিরোনাম
আওয়ামী লীগের প্রার্থীদের বিএনপি নেতাকর্মীরাও ভোট দিবে: শেখ পরশ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৩
আওয়ামী লীগের প্রার্থীদের বিএনপি নেতাকর্মীরাও ভোট দিবে: শেখ পরশ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি না আসলেও আওয়ামী লীগের প্রার্থীদের বিএনপি নেতাকর্মীরাও ভোট দিবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।


৩১ ডিসেম্বর, রবিবার বিকেলে ধামরাইর পৌর এলাকার কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে ঢাকা বিশ ধামরাই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের পক্ষে এক নির্বাচনি জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এসময় আরও বলেন, বিএনপি মাজা ভাঙা দল তারা আন্দোলনে ব্যর্থ হয়ে এবারের সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কিন্তু তাদের আন্দোলন কখনো সফল হবে না নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলেও বলেন তিনি।


সমাবেশ শুরুর আগে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন সভা স্থলে।


বিবার্তা/শরিফুল/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com