
জামালপুর-৫ (সদর) আসনের আ.লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদকে তলব করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
আগামীকাল ৬ ডিসেম্বর তাকে ব্যক্তিগতভাবে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে এ সংক্রান্ত লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজানা আহমেদ এ সংক্রান্ত পত্র দিয়েছেন আবুল কালাম আজাদকে।
পত্রে উল্লেখ করা হয়েছে, আবুল কালাম আজাদ জনপ্রতিনিধিদের নিয়ে ইতিমধ্যে সদরের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে, শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে, বারুয়ামারী স্কুল মাঠে, টিকরাকান্দি মাঠে বিশাল গাড়িবহর ব্যবহার এবং গরু জবাই করে ভুড়িভোজের আয়োজন করেন। বর্ধিত সভার নাম করে জনগণের মাঝে উপস্থিত হয়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ভোট চাওয়ার ঘটনা ঘটে। এসব কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১০ (চ), ১১ (ঙ) এবং বিধি ১২ এর বিধান লঙ্ঘনের শামিল।
বিবার্তা/ওসমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]