
ঝিনাইদহে দুইটি মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তারা হলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর- কোটচাঁদপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী টিএম আজিবর রহমান ও মো. নাজিম উদ্দীন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. রোকুনুজ্জামান জানান, রবিবার (৩ ডিসেম্বর) ঝিনাইদহের চারটি আসনের মধ্যে ৩ ও ৪ আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়।
এ সময় ঝিনাইদহ-৩ আসনের টিএম আজিবর রহমান কর্তৃক দাখিল করা ১% ভোটারের জন সর্মথনের সিরিয়ালে ১০ জন ভোটার সঠিক পাওয়া যায়নি।
যে কারণে মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে তার। অপর জন মো. নাজিম উদ্দীন কর্তৃক দাখিল করা জনসমর্থন (১%) তালিকায় ১০ জন অবৈধ ভোটার পাওয়া গেছে এবং হলফনামায় স্বাক্ষর করেননি তিনি। যে কারণে মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
ঝিনাইদহ-৩ আসনে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেছিলেন মোট ৮ জন। এর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ঝিনাইদহ-৪ (সদর আংশিক ও কালীগঞ্জ) আসনে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেন। সকলের বৈধ প্রার্থী হিসাবে গণ্য হয়েছেন বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।
সোমবার (৪ ডিসেম্বর) জেলার গুরুত্বপূর্ণ ঝিনাইদহ-১ ও ২ আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]