
মুন্সীগঞ্জ-১ আসনে জামিনদার হিসাবে ঋণ খেলাপীর কারণে মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি আসনটির বর্তমান সংসদ সদস্য ও বিকল্পধারার ভাইস চেয়ারম্যান।
রবিবার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন এ ঘোষণা দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থীদের যাচাই-বাছাইয়ে আরও দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
প্রস্তাবকারী নির্বাচনী এলাকার ভোটার না হওয়ার কারণে বিএনএম প্রার্থী মোহাম্মদ ফরিদ হোসেন ও স্বতন্ত্র হিসাবে এক শতাংশ সমর্থনের ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সারওয়ার কবিরের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এই আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে নৌকার মহিউদ্দিন আহমেদ ও তৃণমূল বিএনপির অন্তরা সেলিমা হুদাসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]