শিরোনাম
স্মার্ট বাংলাদেশ গড়ার একনিষ্ঠ সহযোগী হতে চাই : আলাউদ্দিন নাসিম
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১৮:০৪
স্মার্ট বাংলাদেশ গড়ার একনিষ্ঠ সহযোগী হতে চাই : আলাউদ্দিন নাসিম
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার একজন একনিষ্ঠ সহযোগী হতে চাই।


২ ডিসেম্বর, শনিবার দিনব্যাপী ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।


ভোটারদের উদ্দেশ্যে নাসিম চৌধুরী বলেন, নানান কারণে এটি একটি গুরুত্বপূর্ণ আসন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে কেউ প্রধানমন্ত্রী, কেউ মন্ত্রী ও এমপি হয়েছে। ভোটের পর তারা এলাকার কথা ও এ অঞ্চলের মানুষের কথা ভুলে গেছেন। দেশের অন্যান্য এলাকার মত এখানে কাঙ্খিত উন্নয়ন হয়নি।


এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, উপজেলা আ. লীগ সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, জেলা পরিষদ সদস্য কাজী ফারুক হোসেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এমরান হোসেন রিয়াদ প্রমুখ।


বিবার্তা/মনির/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com