শিরোনাম
কাউকে ব্ল্যাকমেল করে নির্বাচনে আনা হচ্ছে না: কাদের
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১৩:১০
কাউকে ব্ল্যাকমেল করে নির্বাচনে আনা হচ্ছে না: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দেয়ার বিষয়ে তিনি বলেন, ওমর (বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর) অনুপ্রবেশকারী নয়, কেউ বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসলে গনতান্ত্রিকভাবে কিছু বলার নেই। বিএনপির কেউ যদি দল পরিবর্তন করলে তার ব্যক্তিগত বিষয়। কাউকে ব্ল্যাকমেল করে নির্বাচনে আনা হচ্ছে না।


২ ডিসেম্বর, শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, বিএনপির সর্বনাশা ভুলনীতির জন্য দলে বিভেদ সৃষ্টি হয়েছে। বিএনপির নেতৃত্বের উপর হতাশ হয়ে অনেকেই নির্বাচন করেছেন। এমনকি তৃণমূল বিএনপির সবাই বিএনপির লোক।


তিনি বলেন, বিএনপির একদফা গভীর গর্তে পরেছে তাদের আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে, এতে বিএনপির নেতাকর্মীরাও হতাশ। নেতাকর্মীর বিএনপির ডাকে নেতাকর্মীরা ভবিষ্যতে আন্দোলনের মাঠে নামবে কিনা এটা সন্দেহ।


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ভুল রাজনীতির কারণে তারা জনসমর্থন হারিয়েছে। পুলিশ হত্যাসহ সন্ত্রাসী কার্যকলাপ বিএনপির যেসব নেতারা রয়েছে জেলে রয়েছে তারা এড়াতে পারবে না।


কাদের বলেন, নির্বাচনে জনগণের উৎসব উদ্দীপনা দেখে মনে হচ্ছে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি আসবে। ২৯টি দল নির্বাচন মুখি বিএনপিসহ ১৪/১৫ টি দল নির্বাচনের বাইরে।


কিছু কিছু দল নির্বাচন থেকে দূরে থাকলেও জনগণ নির্বাচন মুখি উল্লেখ করে কাদের বলেন, অনেক অপচেষ্টার পরও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপি'র ষড়যন্ত্রের কালো হাত জনগণই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভেঙে দেবে।


তিনি বলেন, আওয়ামী লীগের সাথে ভারতকে জড়িয়ে প্রোপাগাণ্ডা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে। নির্বাচনের আসলে ভারত আওয়ামী লীগকে জড়িয়ে প্রোপাগাণ্ডা হয়, এটা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়।


কাদের বলেন, নির্বাচন কমিশন আইনগত সম্পূর্ণ স্বাধীন। যার কারণে স্বাধীনভাবে সকল ব্যবস্থা তারা নিতে পারে। নির্বাচন সংক্রান্ত সকল কিছুই সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন।


বিবার্তা/সোহেল/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com