
ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এজন্য দলমত নির্বিশেষে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন যেই পাবে আমরা সবাই তার পক্ষ হয়েই কাজ করবো।
২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে জামালপুরের ইসলামপুরে ঢেংগারগড় নূরুল হুদা সিনিয়র আলিম মাদ্রাসার বহুতল বিশিষ্ট একাডেমি ভবনের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাজাহান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রেহান আলী, ড.অধ্যাপক জোবায়দুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী লিচু, মাদ্রাসার সভাপতি এসএম মামুনুর রশীদ ও অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফারুকসহ অনেকেই বক্তব্য রাখেন।
বিবার্তা/ওসমান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]