দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সংগঠনের শৃঙ্খলার বিরুদ্ধে যে সমস্ত কর্মকান্ড হয় এসব বিষয়ে আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত হলো বহিষ্কার। যে শৃঙ্খলা ভঙ্গ করবে তাকে বহিষ্কার করা হবে।
এবিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বলেন, অফিসিয়ালি পদ থেকে অব্যাহতি দেয়া হচ্ছে এখনি, কেনো বহিস্কার করা হবেনা এই মর্মে নোটিশ দেয়া হবে।
জানা গেছে, সাময়িক বহিষ্কারের পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
রিয়াজ উদ্দিন রাজধানীর শেরেবাংলা বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ছিলেন। সম্প্রতি কয়েকজন শিক্ষক তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় সংসদ সদস্যসহ অনেকের কাছে স্মারকলিপি দেওয়ায় তিনি পদত্যাগ করেন।
বিবার্তা/সোহেল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]