
রাজধানীর যাত্রাবাড়ী থেকে তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র্যাব- ১০।
র্যাব-১০ এক বিবৃতিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গোয়েন্দা দল জানতে পারে যে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে বিত্তশালী বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে নজরদারি জোরদার করে র্যাব।
২৭ মার্চ (সোমবার) র্যাবের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি পরিচয় দানকারী তিন প্রতারককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল- মো. তরিকুল ইসলাম (৪৮), মো. মতিউল ইসলাম (৪০) ও হাবিবুল্লাহ (৩৮)।
এসময় তাদের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল, দুইটি ভুয়া ডিবি পুলিশের জ্যাকেট, দুইটি ওয়াকিটকি, দুই জোড়া হ্যান্ডক্যাপ, একটি চোরাই মোটরসাইকেল, একটি ক্যামেরা, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, পাঁচটি ভুয়া সাংবাদিক আইডি কার্ড, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ওই প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]