
বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা নিয়েও আওয়ামী লীগ ভয়ে ভীত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আগামীকাল রাজধানীতে অনুষ্ঠেয় মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রার কর্মসূচি সফলে বুধবার (৮ ফেব্রুয়ারি) শাহজাহানপুরে নিজ বাসভবনে এক প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা নিয়েও আওয়ামী লীগ ভয়ে ভীত হয়ে পড়েছে। কারণ তাদের কোনো জনভিত্তি নেই। ভোট চুরি করে জোর করে ক্ষমতায় আছে তারা।
মির্জা আব্বাস বলেন, অবিলম্বে সরকারকে গণদাবি মেনে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় গণআন্দোলনে সরকারের পতন ঘটানোনো হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বিবার্তা/ কিরণ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]