শিরোনাম
সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আ.লীগ সরকার গঠন করবে, আশা কাদেরের
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৫
সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আ.লীগ সরকার গঠন করবে, আশা কাদেরের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আগামীতে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন ওবায়দুল কাদের এমপি।


শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কামরাঙ্গিরচর মেডিক্যাল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, দলের মধ্যে থেকে, সরকারের মধ্যে থেকে, দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, মাস্তানি, জমি দখল, এসব যারা করবে, মাদক ব্যবসা যারা করবে, যারা স্বাধীনতা বিরোধী অপশক্তির সঙ্গে আছে তাদের আওয়ামী লীগ করার সুযোগ নেই।


এসময় তিনি মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কমিটিগুলো দিয়ে দেন। আওয়ামী লীগের লোকের অভাব নেই, আওয়ামী লীগের বহুলোক, ডাক দিলেই হাজার হাজার লোক। আওয়ামী লীগে খারাপ লোক এনে পার্টির নেতা করার কোনো দরকার নেই। একটা খারাপ লোক দলের ভাবমূর্তি নষ্ট করে। একটা খারাপ লোকের জন্য গোটা পার্টির দুর্নাম হয়।


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বিক্রম, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি, ঢাকা -২ আসনের সাংসদ এ্যাড. কামরুল ইসলাম এমপি, কার্যনির্বাহী সদস্য এ্যাড. সানজিদা খানম এমপি অংশ নেন। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।


বিবার্তা/সোহেল/জেএইচ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com